কে আছিস ওই ঘরের কোণে
মেরুদণ্ড করে বাঁকা?
বাইরে এসে দেখ না চেয়ে
চলছে কেমন রবির চাকা।
মাটির শক্ত খোলস ভেঙে
মাথা জাগায় নবীন চারা,
নেয় চিনে এই ধরণীকে
খুশিতে হয় আত্মহারা।
মানুষ হয়ে তোরা কেন
ঘরের কোণে থাকিস বন্দি?
অন্ধকারের জীবের সঙ্গে
ভীতুর মতো করিস সন্ধি?
তুলোর মতো নরম চারার
চেয়েও তোরা নরম বুঝি?
তাই বুঝি ওই ঘরের কোণে
বসে বসে খাচ্ছিস সুজি?
প্রতিবাদের ঝাণ্ডা হাতে
না যদি তুই দাঁড়াস এসে,
মন্দ লোকের গন্ধ মাখা
স্রোতের টানে যাবি ভেসে।
হাত পেতে বল ভিক্ষা মেগে
আর কত কাল থাকবি রে চুপ?
যৌবনের ওই মাঝ গগনে
নামবে সন্ধ্যা অজান্তে টুপ।
০৮/০৭/২০২২ ইং