সারা বিশ্বে দেখা যাচ্ছে দাদাগিরির খেলা,
ক্ষমতাবান টিকে থাকে গরিব সামলায় ঠেলা।
পিঠে-মাথায় হাত বুলিয়ে বলে, লাগা যুদ্ধ,
আমি ও ভাই আছি সাথে, আছি গুষ্টিসুদ্ধ।
কার বা এমন সাধ্য আছে তোর গায়ে দেয় হাত!
দাঁতগুলো তার ভেঙে দেবো কাঁদবে সারারাত।
যুদ্ধ লাগার পরে এসব মোড়ল বলে ভাই,
তোমার যুদ্ধ তুমি করো আমরা সাথে নাই।
লাগলে তোমায় অস্ত্র দেবো যত খুশি চাও,
বিনিময়ে টাকা দেবে পাবে না কো ফাও।
বুদ্ধ রাজার মস্তকে হাত, ভাবছে আমি বোকা,
বণিক রাজার কাছে আমি খেলাম শুধু ধোঁকা।
যুদ্ধে মূর্খ সর্বস্বান্ত মরছে মানুষ লাখে,
বানরগুলো মহাসুখে নাচছে গাছের শাখে।
রাজায় রাজায় যুদ্ধ লাগে নল খাগড়ার মরন,
পরের বুদ্ধি শুনলে বিপদ রেখো সবাই স্মরণ।
০১/০৩/২০২২ ইং