এমন আমার দেশ---
নেতার ঘরে নেতা জন্মে
চোরের ঘরে চোর,
ভালো লোকের ঘরে মন্দ
কাটে না রে ঘোর!
এমন আমার দেশ---
মদের নেশায় দুগ্ধ বেচে
বেচে ঘরের বউ,
পরের ঘরে ঢুকে খুঁজে
গুপ্ত ভাঁড়ের মউ।
আমার দেশে ভাই---
কুকুর থেকে নেতা বেশি
শুধু যে খাই খাই!
গাছেরটা খাই, তলারটা খাই
বিধবারটাও চাই!!
আমার দেশে ভাই---
কাল ছিল যার শূন্য হাঁড়ি
আজ সে পোলাও খায়,
ময়লা-নোংরা পোশাক ছেড়ে
পাঞ্জাবি দেয় গায়।
বললে কথায় দোষ,
তাই তো আমি চুপ করে রই
নইলে করে ফোঁস।
১০/০৫/২০২২ ইং