সবাই বলে তেলের মূল্য
বাজারে খুব চড়া,
বিষয়টি যেই ভাবতে বসি
চোখ হয় ছানাবড়া!
কেউ কেউ সেই তেল দিয়ে রোজ
ছড়ার বড়া ভাজে।
কেউ বা আবার তেল দেয় নিজ
স্বার্থ লাভের কাজে।
তেল দিতে কেউ পরিমাণ বোধ
একদম যায় ভুলে,
পায়ের জুতো মাথায় নিয়ে
নাচেন হেলে দুলে।
অপরকে তেল মারতে গিয়ে
তেলের গুদাম খালি,
ওদের জন্য আসুন সবাই
মারি হাতে তালি।
নিত্য বাড়ে তেলের মূল্য
গরিব মরে কেঁদে,
মরছে ধনীর দুলালী আর
জায়া ভালো রেঁধে!
গরিবের বয় নাভিশ্বাস আর
ধনীর পোয়াবারো,
তেল বাণিজ্যে মুনাফা খুব
চাইছে বাড়ুক আরো।
২৯/০৩/২০২৩ ইং