দুষ্টুমিতে ঠাকমা জব্দ
বললো রেগে- কান ধর!
হুকুম তামিল না হওয়াতে
করছে ঠানদি ঘড়! ঘড়!!
ভীষণ রেগে বললো আবার-
ধরবি না তুই কান?
তার মুখ পানে তাকিয়ে নাতি
করলো বোঝার ভান।
তারপর দুষ্টু তড়িৎ বেগে
দুই হাত দিয়ে জোরে,
ধরলো ঠাকমার দুখানি কান
ঠাকমা বললো- ওরে!
আকর্ণ এক হাসি দিয়ে
নাতি ফোটায় ফুল,
ঠাকমাও হাসে, নেচে ওঠে
যুগল কানের দুল!
১৪/০৫/২০২৩ ইং
শিশুতোষ ছড়া
বিঃ দ্রঃ আমার স্বচক্ষে দেখা সুখটুকু প্রকাশ করলাম।