এই যে তোরা সকাল বেলা ঘুমের থেকে উঠে,
পড়বি বলে ঘুম তাড়িয়ে এলি ছুটে ছুটে।
কুজ্ঝটিকার চাদর গায়ে এলি আমার কাছে,
তোদের জন্য গর্বে আমার মন আনন্দে নাচে।

ওই চেয়ে দেখ মিন মিনে রোদ মুচকি মুচকি হাসে,
শিশির বিন্দু মুক্তো ছড়ায় ওই তো দূর্বাঘাসে।
দেরি করে ঘুমের থেকে উঠলে কি আর বল,
যায় রে দেখা প্রকৃতির এই খুশির শতদল।

ঘুমের থেকে উঠলে ভোরে সময় বেশি পাবি,
লেখাপড়া শিখে হবি সুখের গুপ্ত চাবি।
হতে পারবি দেশের রাজা, দেশের ভবিষ্যৎ,
সম্মান পাবি যদি তোরা থাকতে পারিস সৎ।

বড়ো হতে চেষ্টা লাগে, লাগে পড়ালেখা,
করবে যারা- বড়ো হবেই, পাবে সুখের দেখা।
তোদের দেখে অলস যারা উঠবে জেগে ভোরে,
তোরাই হবি পথ দেখানো নবীন ঊষা, ওরে!

২০/১২/২০২৪ ইং

বিঃ দ্রঃ আমি কিছু ছেলে-মেয়ে পড়াই। তাদের উদ্দেশ্যে এই ছড়াটি লিখেছি।