দোষ কারো নয়- মুঠোফোনের রাজ,
তারই প্রেমে ভুলছে সবাই কাজ।
সব বাচ্চারা ভুলে গেছে পাঠ,
দখল রাস্তা-ঘাট ও খেলার মাঠ।
খেলাতে নয়- মুঠোফোনেই চোখ,
ইয়া লম্বা চুল-দাড়ি-গোঁফ-নোখ।
চশমা এঁটে দেখছে নানান ছবি,
অন্ধকারে ডুবছে নবীন রবি।
বয়স্করা ধর্মীয় গান শোনে,
মহিলারা ব্যস্ত গৃহকোণে।
মোবাইল দেখে শেখে রান্নাবান্না,
শুনতে পায় না ছেলে-মেয়ের কান্না।
রংবেরঙের শাড়ি-গয়না গাটি,
দেখতে দেখতেই সংসার হচ্ছে মাটি।
ফোন না দেখলে ঘুম আসে না কারো,
কিছু বললেই সংসার নষ্ট আরও।
মুখে কুলুপ- রান্নাবান্না বন্ধ,
ছড়িয়ে পড়ে গুমোট হাওয়ার গন্ধ।
যাই বলি না- মুঠোফোনটা ছাড়া,
বলতে পারো চলতে পারে কারা?
আমারও কি নেশা কিছু কম,
লেখার ছলেই আঁকড়ে থাকি যম!!
অত্যাচার্য এ আবিষ্কার খান,
ছাড়া সবার ওষ্ঠাগত প্রাণ।
আপন কর্ম সচল রেখে যারা,
চালায় যন্ত্র সফল সবাই তারা।
কর্ম ফেলে যন্ত্রে যারা থাকে,
জীবন তাদের নষ্ট নোংরা পাঁকে।
২২/০৩/২০২৫ ইং