রুপালি চাঁদের বুকে চন্দ্রযান!
কী লাভ হবে বল?
সেখানে নেই জল ও মাটি
শুধুই বালি ও পাথর
কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করলো কেন?
বলে তিনি তাকালেন জনতার দিকে
আমজনতা নিশ্চুপ--
পুনরায় বললেন--
তার চেয়ে দেশের উন্নয়নে খরচ করো
আমরা পূজা উপলক্ষে ভাতা বাড়িয়ে দিয়েছি পঞ্চাশ থেকে সত্তর
এবার নিশ্চল জনগণ হাসলেন
তুমুল করতালিতে ভাসিয়ে দিলেন নেতাকে
মঞ্চের নিকটে চুপচাপ বসে থাকা ছিদাম পাগলা উঠে বললেন--
উল্লুক! দেশদ্রোহী! মাতালের দল!!
আমরা চাঁদের দক্ষিণ মেরু জয় করেছি
এখন দিবাকরের দীপ্তি মাপতে ছুটছি
সে সবের মর্ম বুঝিস?
উল্লুক বলে কিনা- আমরা ভাতা বাড়িয়ে দিয়েছি
০৪/০৯/২০২৩ ইং
বিঃ দ্রঃ চাঁদের দক্ষিণ মেরু বিজয়কে অভিনন্দন জানিয়েছে সারা পৃথিবী। আমরা ভারতীওরা গর্বিত। আমাদের এখানকার এক নেতা বলে- চন্দ্রযানের পিছনে খরচ করাটা নাকি বেকার!