মা রেগে কয়- খেদি রে তোর দেবো আমি বিয়ে,
হেসে খেদি বলছে- আমি খেলছি পুতুল নিয়ে।
এখন আমার বিয়ের কথা বলছো কেন, মা?
আমি গেলে তোমায় দেখার কেউ তো থাকবে না!
মা কেঁদে কয়- কী আর করা! গরিব ঘরে তুই
চাঁদের আলো, হায়নার চোখে রক্ত জবা, জুঁই ।
বড়ো বাবুর ছোট্ট ছেলে সকাল-বিকাল রোজ,
বাইকে চড়ে ঘুরে বেড়ায় চোখে নেশার ভোজ।
নারী ওদের খেলার পুতুল সুখ বিলাসী মদ!
ফাঁদে ফেলে ছিঁড়ে খাবে কে করবে তা রদ!?
ভয়ে ভয়ে দিন কেটে যায়, নির্ঘুমে রাত ভোর,
কখন জানি ঘরে ঢোকে সিঁধ কাটা বদ চোর!
মদের নেশায় চুর হয়ে সে ভাঙবে ঘরের দ্বার,
গায়ের জোর টেনে তোকে ক'রবে ঘরের বার।
অসহায় মা- কাঁদবো শুধু ফেলে চোখের জল,
তখন তোকে কে বাঁচাবে? বল সোনা তুই বল!
তার চেয়ে তুই থাকবি ভালো গিয়ে পরের ঘর,
তোকে এনে দেবো আমি টুকটুকে এক বর!
থাকবে না আর বুকের ব্যামো, পড়বে না আর লোর,
দুর্ভাবনার আঁধার কেটে আসবে খুশির ভোর!
০৩/১১/২০২২ ইং