বামেরা নিয়েছে আজ সিদ্ধান্ত সবাই,
করবে রামের নামে মানুষ জবাই!
মহাসুখে রাম নামে ওরা দিত গালি!
সিদ্ধান্ত নিয়েছে আজ দিবে করতালি!!
উচ্ছিষ্টের মতো ছুঁড়ে নিরেপেক্ষবাদ,
পেতে চায় রাম নামে অপূর্ব আস্বাদ।
রামের নামে যাদের নেই কো বিশ্বাস,
রঘুবীর নামে তারা নিতে চায় শ্বাস!
ভুজঙ্গ সদৃশ্য ওরা স্বার্থবাদী দল,
ক্ষমতার স্বার্থে খোঁজে হনুমান বল।
মুখোশ খুলেছে ওরা! ধার্মিক মহান
হওয়ার মানসে করে রাম গুণগান।
মানুষের ভালে দিয়ে বিষের ছোবল,
নতুন স্বপ্নে বিভোর! মুখোশের ছল
ঊর্ণনাভসম ওরা ছড়িয়ে ধরায়,
জনতার দয়া ভিক্ষা শুধু পেতে চায়।
আবার সুযোগ পেলে হবে ফণাধর!
হবে রে দুর্ভাগা দেশে দুঃখের আকর!!
০৪/০৫/২০২২ ইং