আঁধারের গাঁটে গাঁটে বেদনার ছাপ,
মানুষের চোখে মুখে ভীতির প্রহর।
ভুজঙ্গের শাসানিতে যেন ভেক কাঁদে
আকাশে অশনি মেঘ করে কড় কড়!
কুশিক্ষার অমানিশা শাসকের পুঁজি।
দারিদ্র্যের কষাঘাতে গরিবের শির
অনায়াসে নুয়ে পড়ে ভুজঙ্গের পায়ে,
মরা মেরে ভাবে তারা যেন মহাবীর!
কালের কপালে দিয়ে কলঙ্কের টিপ,
বিজয়ের বরমাল্য গলে প'রে হাসে।
কুবেরের ধন পেয়ে যেন রে শোষক
মৃত্যুর মহানিশায় গণতন্ত্র নাশে!
১২/০৭/২০২৩ ইং