দূরের থেকে হাতছানি দাও
কাছে এসে ফিরে না চাও
বুঝি না তো তোমার মেঘলা মন।
কী এক খেলায় মাতিয়ে রাখো
আমায় সারাক্ষণ!
অবচেতন মনের মাঝে
তোমার আনাগোনা,
যেন ভোরের নবীন আলো
ঘুচিয়ে দিয়ে মনের কালো,
এক নিমিষে দেয় ছড়িয়ে
মুঠো মুঠো সোনা।
মন আঙিনায় তোমার হাসি,
দেয় ছড়িয়ে মুক্তো রাশি,
অনুভবে থাকো মিশে
পাই না তোমার দেখা।
দেখা দিয়েও দাওনা দেখা
ভাগ্যে কেমন লেখা?
তোমার পানে চেয়ে আমি
বসে আছি দিবা-যামী,
দেখা দিয়ে পরান বধু
মিটাও মনের ক্ষুধা।
দাও ছড়িয়ে পুষ্পরেণু
বাজাও ভালোবাসার বেণু
দাও ছড়িয়ে অমিয় প্রেম সুধা।
মিটিয়ে দাও আমার মনের অতৃপ্ত সব ক্ষুধা।
০৬/০৫/২০২২ ইং