সরষে ফুলে অলির নাচন
দেখতে লাগে ভালো,
আঁধার রাতে নেচে নেচে
জোনাক জ্বালায় আলো।
ফোকলা দাঁতের শিশুর নাচন
কী যে সুধা ঢালে!
পেটের দায়ে নাচবে নটী
লেখা আছে ভালে।
নেচে নেচে গরিব লোকের
পকেট কাটে ধনী,
তাই না দেখে ময়লা দাঁতে
হাসে পাগলা গনি।
মাতাল নাচে মত্ত হয়ে
প'ড়ে কাঁদে গর্তে,
বাচ্চা দেখে হিজড়া নাচে
টাকা পাওয়ার শর্তে।
স্কুল-কলেজ বন্ধ রেখে
নেতা নাচে সুখে,
লেখা-পড়া, বন্ধু হারা
শিশু নাচে দুখে।
নিজের ইচ্ছে পূরণ ক'রে
বড়ো মানুষ নাচে,
মরছে শিশুর ইচ্ছেগুলো
জীবন্মৃত বাঁচে।
ভবিষ্যতের রাজা যারা
তাদের ক'রে হেলা,
শিক্ষাটাকে ধ্বংস ক'রে
খেলছে পাগলি খেলা।
ভবিষ্যতের স্বপ্ন দ্রষ্টা
শিশু-কিশোর কাঁদে,
হাসছে সুখে মাতাল রানী
দেশটা ফেলে ফাঁদে।
৩০/০১/২০২২ ইং