পরকীয়ার চরম জ্বরে কাঁপছে নরনারী,
সুপ্ত মনের গুপ্ত ইচ্ছে করছে আড়তদারী।
সুদ-আসলে নিচ্ছে তুলে বঞ্চিত সুখ যত,
বর ও বধূ পরস্পরে ঠকায় অবিরত।
দুয়েই যাচ্ছে পরের ঘরে কিংবা আনছে ডেকে,
পরকীয়ার স্বর্গীয় সুখ তুলছে জালে ছেঁকে।
যাচ্ছে ভুলে বয়ঃপ্রাপ্ত ছেলে-মেয়ের কথা,
রতিসুখের মরুতৃষ্ণায় মিলছে যথাতথা।
সমাজদেহের বক্ষ জুড়ে রক্ত বীজের মত,
পরকীয়ার নগ্ন স্রোত বইছে শত শত।
পুড়ছে মনের কৌলিন্য সুখ বোঝার সাধ্য কার?
ক্ষণিক মোহের অগ্নিদাহে দাম্পত্য ছারখার।
লজ্জাহ্রদে ডুবছে ওদের ছেলে-মেয়েগণ,
ওদের মনে ফাগুন হাওয়ার উচ্চাঙ্গ নর্তন।
এক গোয়ালের দুষ্টু গরু অন্যদের জ্বালায়,
তেমনি পরকীয়ার জুটি সমাজটা কাঁপায়।
১১/০২/২০২৪ ইং