ও দাদু তোর জন্মদিনে
আমি ছিলাম কই?
সবাই সুখে খাচ্ছে দেখি
চিড়া-মুড়ি দই।
লাল টুকটুক পরীর মতো
লাগছে তোকে আজ,
থাকলে আমি হতে পারতেম
অচিন মহারাজ।
মণ্ডা-মিঠাই খেয়েছিস তুই
পায়েস বাটি দুই,
থাকলে আমি ভাগ বসাতাম
খেতিস যখন রুই।
আবার যদি এমনি করিস
করবো আমি রাগ!
জাপটে ধ'রে উঠলে কাঁধে
বলবো- ওরে ভাগ!!
রাগ করেছিস? থাক, তবে থাক
ধরছি আমি কান,
আসছে জন্মদিনে আমি
করবো না আর মান।
একটা কথা বলি দাদু
শুনতে হবে ঠিক,
মুঠোফোনের নেশায় কিন্তু
হারিয়ো না দিক!
ওসব ছেড়ে পড়ালেখায়
দিতে হবে মন,
আসবে মুঠো মুঠো শান্তি
সপ্ত ডিঙা ধন।
০১/০৯/২০২২ ইং
আমার ভাগ্নের মেয়ে নাম "মানবিকা"। ডাক নাম "মানু"। ওর জন্মদিনে আমি থাকতে পারিনি। তাই নিয়ে একটু খুনসুটি।