রাজেশ্বরী---
একজন সচেতন দায়িত্বশীল পুলিশ অফিসার
স্থাপন করলেন স্বয়ং বিদ্যাসাগরের দৃষ্টান্ত
কুষ্ঠ রোগীকে কাঁধে করে হাসপাতালে পৌঁছে  
দিয়েছিলেন বিদ্যাসাগর
একজন অচেতন মানুষকে কাঁধে নিয়ে উল্কার মতো
ছুটেছে রাজেশ্বরী
উদ্দেশ্য তাকে হাসপাতালে পৌঁছে দেয়া
তাকে চিকিৎসার আওতায় নিয়ে আসা

সাম্প্রতিক তামিলনাড়ুর চিত্র
অচেতন ব্যক্তি কবরস্থানের একজন কর্মী
প্রবল বর্ষণে আটকা পড়েছিল কবরস্থানে
হয়তো ক্ষুধা ও পিপাসায় অচেতন হয়ে পড়েছিল
ওই এলাকায় দায়িত্বরত পুলিশ অফিসার রাজেশ্বরী

প্রবল বর্ষায় রাস্তাঘাট জলমগ্ন
গাড়ি চলাচলে অসুবিধে
তাই অন্য কোন উপায় ছিল না রাজেশ্বরীর কাছে
বাধ্য হয়ে চিকিৎসার আশায় কাঁধে নিয়েই ছোটা

এখানে জাত-পাত, ধর্ম-বর্ণ অনুপস্থিত
ছিল না নারী-পুরুষের ভেদাভেদও
বেঁচে ছিল শুধু "মানবতা"
আর এর নাম "ধর্ম"
বিপদে-আপদে পাশে থাকা
নির্দ্বিধায় অকুণ্ঠ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া
তাই শুধু একজন নারী, একজন পুলিশ নয়;
রাজেশ্বরীর পরিচয়--
একজন দায়িত্বশীল মানুষ
একজন সংবেদনশীল পুলিশ অফিসার
একজন হৃদয়বান-মমতাময়ী নারী
জয় হয়েছে "মানবতার"

তাই নির্দ্বিধায় বলা যেতে পারে--
মানবতা এখনো মরেনি
বেঁচে আছে অলিতে-গলিতে
সাধারণ মানুষের মনে
বেঁচে আছে পৃথিবীর কোনায় কোনায়

"আসুন, আমরা রাজেশ্বরীর থেকে কিছু শিখি"

১৪/১১/২০২১ ইং