উড়নচণ্ডী চলাফেরায়
"বিপদ" তেড়ে আসবেই,
"ভালো" থাকবে দূরে সরে
"মন্দ" ভালো বাসবেই।
মদের পিছে মাতাল ঘোরে
মদে খোঁজে মাতাল,
মদ-মাতালে ভালোবেসে
দখল করে চাতাল।
চোরের দৃষ্টি বোঁচকার দিকে
ভাবে- সবাই চোর,
সকল মানুষ "ভালো" ভেবেই
সাধুদের হয় ভোর।
নিজের স্বভাব দিয়ে সবাই
পরের বিচার করে,
নিজের ত্রুটি বাক্সে রেখে
পরের ত্রুটি ধরে।
নদীর মতো এমনি ধারা
চলছে বেগে ধেয়ে,
সুখ ও শান্তির আকাশ গেছে
মন্দ মেঘে ছেয়ে।
০১/১০/২০২২ ইং