স্বাধীন হতে রক্ত লাগে সভ্য হতে শিক্ষা,
রক্ত দিয়ে স্বাধীন হলেও- পাওনি সঠিক দীক্ষা।
হাঁস ও মুরগি, ঘটি-বাটি লুটে নিলে সুখে!
লুটে নিলে বাথরুম কমোড হেসেই মরি দুখে!!
লুটে নিলে চেয়ার-টেবিল, হাতা-খুন্তি সব,
মহানন্দে লুটে নিলে নানান ফুলের টব।
কাঁচুলি ও শাড়ি নিলে, নিলে অন্তর্বাস,
মৎস্য নিলে, মহানন্দে নিলে শাক ও ঘাস।
দামি দামি সব লুটেছে! কেউ লোটেনি বই,
ভয়তে বুঝি?- বিদ্যা বাড়লে লাগবে রে হইচই!
লজ্জায় মরি! এ কোন শিক্ষা? এ কেমন স্বভাব!!
তবে কি দেশ হয়ে যাবে অসভ্যদের হাব?
রক্ত দিয়ে যে ছাত্ররা স্বাধীন করলো দেশ,
এমন মজার কাণ্ডে তারা পাচ্ছে কি কেউ ক্লেশ?
০৬/০৮/২০২৪ ইং
বিঃ দ্রঃ লেখাটা ওই সময়ের। এখন প্রায় অপ্রাসঙ্গিক। তবুও পোস্ট করলাম।