পরের বৌকে রঙ দিয়ো না
              
রঙ খেলিতে খুড়ো ওস্তাদ- নিজের বৌকে রেখে,
পরের কচি বৌকে আবির দেয় খুশিতে মেখে।
কাণ্ড দেখে খুড়ি রেগে
মারলো ঝাঁটা ভীষণ বেগে
ব্যথায় খুড়ো করে উহু--!! ভবি হাসে দেখে।

২৭/০৩/২০২৪ ইং


কু-অভিলাষ
              
দোলের খুশির উছিলাতে ছেলে-বুড়ো অনেকেই,
পরের জায়া-কন্যার গায়ে রঙ মাখিয়ে নাচে ধেই।
শরীর চষার অভিলাষে
রঙ মাখিয়ে ভণ্ড হাসে
ওরে ভণ্ড!! কু-প্রবৃত্তি বন্ধ কর না- দাবি এই।

২৮/০৩/২০২৪ ইং