ভীমরতির সাজা
গগন খুড়োর বয়স নব্বই বিয়ে করতে চায়,
একটু চেষ্টায় নাতি-নাতনি পাত্রী খুঁজে পায়।
বাসরঘরে দেখে বুড়ো
রাগে বধূর কাঁপছে চূড়ো
খুড়োর গালে থাপ্পড় দিয়ে পালিয়ে বধূ যায়।
২১/০৩/২০২৪ ইং
কলির কালের সঙ
ও দা ঠাকুর এই দেখো না হোলির নানান রঙ,
অঙ্গে মেখে সাজো এবার কলির কালের সঙ।
দীনেশ খুড়োর এই উপহার
মেখে সুখে হও ভবো পার
এই কাগজে সাইন করে দাও করো না আর ঢঙ।
২৫/০৩/২০২৪ ইং