থুথুর গন্ধ
          

কবি হবেন দেশের বিবেক ভীষণ স্বাধীনচেতা,
রাজনীতিকের দালাল হলেই হবে কি কেউ নেতা?
পদ-পদবী, বিত্ত লোভে
নেতার পা যে কবি ছোঁবে
তার মুখে 'থু'- থুতুর গন্ধ ঠেকায় বলো কে তা?

২৯/০৩/২০২৪ ইং


বুড়োর ঢাকে বাদ্য কম
        

কারো ঢাকে বাদ্য বেশি বুড়োর ঢাকে বাদ্য কম,
একটু বেশি শব্দ হলেই তেড়ে আসে দুষ্টু যম।
বাজায় বুড়ো ঢিমে তালে
চক্ষু রেখে হাওয়ার পালে
ভয়তে থাকে বিপদ এলে পারবে কি সে নিতে দম।

৩০/০৩/২০২৪ ইং