এ সময়ের সবচেয়ে লাভজনক ব্যবসা রাজনীতি
দরকার হয় না পুঁজি বা মূলধনের
দরকার হয় না চরিত্র বা শিক্ষার
শুধু প্রয়োজন হয় বাকপটুতা
থাকতে হয় মিথ্যা বলার যোগ্যতা
হতে হয় প্রতারণা করার কৌশলী
শিখতে হয় চাতুরী এবং তৈলমর্দন
যে যতো বেশি ধড়িবাজ, তৈলবাজ সে ততো বড়ো নেতা
সুশিক্ষিত বা আত্মমর্যাদা বোধ সম্পন্ন মানুষের পক্ষে তা অসম্ভব
দুদিন আগে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াতো যে ছেলেটি
একটা কাজের জন্য করতো অনুনয়-বিনয়
ঘুরে বেড়াতো ছেঁড়াখোঁড়া ময়লা কাপড় চোপড়ে
রাজনীতি নামক পরশ পাথরের ছোঁয়ায়
হঠাৎ দেখা যায় জৌলুস বেড়েছে তার পোশাক-পরিচ্ছদে
হীরক দ্যুতি ছড়ায় তার চেহারায়
তৈরি হয়ে গেছে ঝাঁ-চকচকে বাড়ি
চলছে দামি দামি গাড়িতে
বিদ্যুৎ ঝলক তার হাসিতে
ঠোঁটে উন্নত ব্রাণ্ডের চারমিনার
এত তাড়াতাড়ি কি উন্নতি হয় অন্য কোন ব্যবসায়?
শুঁড়িখানা থেকে পুনর্বাসন হয়ে যায় ভদ্রপল্লীতে
ফুটপাত থেকে উঠে যায় রাজপ্রাসাদে
যার মধ্যে নেই শিক্ষার প্রদীপ্ত আলো
সে কি বুঝতে পারে শিক্ষার মূল্য কী ?
নাকি সম্মান করতে পারে কোন বিদগ্ধ মানুষকে?
সে কী করে করবে দেশের কিংবা মানুষের সেবা?
এমন নিরক্ষর অকাল কুষ্মাণ্ড মানুষের সমাহার যে দেশের রাজনীতিতে সে দেশ কি সামনে এগোবে?
নাকি অকালে ডুবে যাবে এঁদো ডোবায়--!?
১৮/১২/২০২১ ইং।