দৌড়াচ্ছে অদম্য মহিয়সী নারী
আলকাতরার টিন হাতে
তার গায়ে লেগে আছে কালি-ঝুলি মাখা নীল খাম
বজ্র বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ছে তার কালো আভা
তবুও সে ভীতা নয়
যেন অরণ্যচারী নির্ভীক বঙ্গ সিংহি
বরফের মতো সাদা পোশাকে পাঁকের স্বচ্ছ দাগ
তথাপি সে নির্বিকার
গর্জে উঠে হুমকির স্বরে বলছে----
পানা পুকুরের শ্যাওলা নয় সে
গভীর জলের মাছ
ধরতে গেলেই মরবে সবাই ডুবে
হবে সবার ভীষণ সর্বনাশ--!!
আধুনিক যুগে ছাইয়ের ব্যবহার বন্ধ হয়ে গেছে
কিছু কিছু মাছ ধরতে অবশ্য লাগে ছাই
যেমন- কই মাছ, শিঙ মাছ অথবা পাঁকাল মাছ
অন্যথায় পিছলে যাবেই
অথবা কাঁটার আঘাতে ঝরাবে লোহিত কণিকা
তাই এসব চতুর মাছ ধরতে লাগবে তুষের ছাই
৩১/০৭/২০২২ ইং