সুমনার মন ভীষণ খারাপ
সময়টা তার মন্দ,
দুষ্টু লোকের পাল্লায় পড়ে
হারায় জীবন ছন্দ।
চারপাশে তার আপনার জন
রয়েছে ভীষণ অল্প,
ব্যথাতুর মন ভালো করে দিতে
নেই কেউ বলে গল্প।
মন খারাপের ধূসর সন্ধ্যা
বিষণ্ণতায় কাটে,
রঙিন ফাগুন দেয় নি কো দোলা
বন্ধ হৃদয় মাঠে।
সুমনা আমার আদরের বোন
অভিমানী মেয়ে খুব,
আদরে ঘাটতি পড়লে সে দেয়
বিষণ্ণতায় ডুব।
চুপচাপ থাকে, বলে নাকো কথা
যেন জলভরা দেয়া,
একটু আদরে পুনঃ হাসে, যেন
কুসুম কাননে কেয়া।
১৫/০২/২০২২ ইং