কী যে ব্যথা বুকে, মানবতা কাঁদে নিষ্ফল হাহাকার!
মানুষ তো নয়; যেন গণ্ডার- খোলে না চেতনা দ্বার!
কদিন বাঁচবে? নিতে কি পারবে সোনা-দানা, হীরা, গদি?
কেন তবে মারো, কাঁদাও গরিবে, লহুর বহাও নদী?
ঝরনার মতো ছুটছে সময় আপনার পথ বেয়ে,
মেঘ ও সূর্য লুকোচুরি খেলে দেখো না কি তুমি চেয়ে?
ভাগ্য তেমনি লুকোচুরি খেলে, নিষ্ঠুরভাবে হাসে,
আজ যাকে মারো হয়তো সে কাল ঝাঁপাবে তোমায় নাশে।
আজ যাকে মারো কাল সে হয়তো বিপুল শক্তি নিয়ে,
ভাঙবে তোমার শক্ত ও ঘাড় শাবল-হাতুড়ি দিয়ে।
যাদের ঠকিয়ে ক্ষমতা দেখাও হয়তো দেখবে কাল,
তারাই তোমায় ছুঁড়ে ফেলে দিয়ে ধ'রবে নায়ের হাল।
শৈশব কেটে কৈশোর কেটে যৌবন হয়ে পার,
নীরব ঘাতক জরা-ব্যাধি এসে করে দেবে জেরবার।
তখন হয়তো নীরবে কাঁদবে, অনুশোচনার জ্বালা,
আগুনের মতো পোড়াবে তোমায় করে দেবে ঝালাপালা।
অপরের ক্ষতি ক'রে কেন বলো বাড়াও নিজর দুখ?
জেদের আগুনে কেন গো পোড়াও ভবিষ্যতের সুখ?
ছুঁড়ে ফেলে দাও হিংসার মালা, অহংকার ও জেদ,
ভালোবাসা দিয়ে কুসুম ফোটাও থাকবে না কোনো খেদ।
৩০/০৩/২০২২ ইং