অজানা কারণে বিষণ্ণতার বিষাণে বিঁধেছে মন,
প্রায়শই দেখি--
ভাবনার সাথে বাস্তবতার ঝগড়া সারাটাক্ষণ।
মেঘলা আকাশ- বৃষ্টি নিরুদ্দেশ,
মাঝে মাঝে এসে ছিটেফোটা দিয়ে পরিহাস করে বেশ।
প্রকৃতি ভীষণ অচেনা অচেনা লাগে,
মনও তেমনি থাকে না কখনো বাগে।
কিছু লোক বাদে অধিকাংশের গলায় দুখের ঢোল,
কারো কারো মনে বাকুম বাকুম খুশিতে বাজায় খোল।
ভাগ্যের চাকা মন্থর কারো অতি,
কারো বা আবার রকেট রকেট গতি।
যোগ্যতারও অধিক পেয়েছে যারা,
স্রষ্টার দানে ভীষণ আত্মহারা।
যাদের ভাগ্যে জোটেনি যা ছিল আশা,
দুঃখ বিলাসী বোঝে কি তাদের ভাষা?
যোগ্যতা আছে তবুও যাদের দেয়নি স্রষ্টা ভ'রে,
সেখানে খানিক রয়েছে ঘাপলা বুঝে নিতে হবে, ওরে!
সৃষ্টি জুড়েই বিভেদের লীলা খেলা,
আসলে ধরায় বৈচিত্রের মেলা।
বস্তির পাশে ধনির অট্টালিকা,
সেই গরিবের ঘামে ধনীদের ভালে জ্বলে রাজটিকা।
রাঘব বোয়াল ছোট ছোট মাছ খায়,
গরিবের পেটে লাথি মেরে মেরে ধনিরা আরাম পায়।
জগৎ জুড়েই এমন হাজার বৈষম্যের ভিড়,
আমরা সবাই ক্রীড়ানক শুধু সুধাময় ধরণীর।
বুঝি না তত্ত্ব নিজের মতই চাই,
স্বীয় স্বার্থের মঙ্গলগীত গাই।
ভাগ্যবানের বোঝা ভগবান বয়,
দুর্ভাগাদের ললাট কেবল অনার্দ্র মরুময়।
০৯/০৮/২০২৪ ইং
অনার্দ্র- জলহীন