ফিরে আসুক নির্দোষ কৈশোর
গোলাপের রঙ ছড়াক মনের পাতায়
বেয়াড়া হেমন্ত মেঘের ডানায়
উড়ে যাক মনে জমা ধূসর গোধূলি কষ্ট
আবার হাসি-খেলি ভাদরের ঘামঝরা রোদে
এসো গাঁয়ে, ভিজি সুখে শ্রাবণের অঝোর ধারায়
আমাদের রক্ত-ঘামে যারা পায় সুখ
গড়ে সুরম্য প্রাসাদ
কী হবে তাদের কথা ভেবে ভেবে মরে!
ওরা শুধু দেবে লাথি-চড়
হঠাৎ বৈশাখি ঝড় এসে ভেঙে দেয় আমাদের ঘর
ওরা নামে-বেনামে ব্যবসা করে হররোজ
কে রাখে অভাগা এই গরিবের খোঁজ!?
কৃত্রিম হেসে হেসে ছুঁড়ে দেয় উচ্ছিষ্ট খাবার
কনক বাঁধানো দাঁতে হাসে খিক খিক
ছলনার জাল বুনে রোজ রোজ গরিব ঠকায়
তার চেয়ে এসো ভিজি চৈতালি নিদাঘ রোদে
হিমেল হেমন্ত মেখে গায়ে
এসো খাই খেজুরের রস
আবার কুড়াই এসো সোনালি সকাল
ছুঁড়ে ফেলে শকুন শহুরে জীবন
এসো মিশে যাই সুধাকর হাসি হাসা কৃষকের পাশে
এসো ধূসর গোধূলি রাঙাই আবিরের লালে
শিশির হাসিতে হেসে কুড়াই কৈশোর সুখ
২৮/১১/২০২১ ইং
কবিতাটি আসরের বরেণ্য কবি মোঃ সানাউল্লাহ (আদৃত কবি) ভাই কে উৎসর্গ করলাম। ২৭/১১/২০২১ ইং তারিখে পোস্ট করা তাঁর কবিতায় মন্তব্য করতে গিয়ে প্রথম দুটি চরণ লিখেছিলাম।