নিরাশার দোদুল্যতা হয়েছে নিঃশেষ,
আজ আমি পরিতৃপ্ত! সুখের আবেশ
আমায় ধরেছে ঘিরে! বেদনার কাল
ভাসিয়ে দিয়েছি জলে। সুমন্দ সকাল
ভৈরবী মূর্ছনা নিয়ে এসেছে দুয়ারে,
শিশিরের শব্দ যেন শুনি বারে বারে।
অভাব-দৈন্যকে আর করি নাকো ভয়,
মিতালি ওদের সাথে অম্লান অক্ষয়।
বয়োবৃদ্ধ পিতা-মাতা ছিল দূরে দূরে,
দুশ্চিন্তা ও দুর্ভাবনা খেত কুরে কুরে।
বাধাবিঘ্ন দূরে ঠেলে পিতা-মাতা আজ
শান্তিতে আমার কাছে, নেই দুঃখ সাজ।
গহীন আঁধার টুটে আলোর প্রপাত,
ছড়ায়ে হীরক দ্যুতি এনেছে প্রভাত।
৩০/০৮/২০২২ ইং