বললো খুকু মাকে,
বন্ধ ঘরের জানালা দাও খুলে।
দেখবো আমি ওরে,
প্রজাপতি কেমনে উড়ে রঙিন ফুলে ফুলে।
শুনবো পাখির ডাক,
শুনবো আমি পাশের বাড়ির গগন খুড়োর হাঁক।
দাঁত কেলিয়ে বলবে হেসে, কেমন আছিস খুকি?
জানলা ধ'রে অমন ক'রে কেন 'মা' নিস ঝুঁকি!?
তোমরা শুধু গম্ভীর মুখে করো আমায় শাসন,
পড়িস না কেন্? বলে শুধু শুনাও নানা ভাষণ।
সংসারের কাজ করে দিয়ে মাসির ঘাড়ে ন্যস্ত,
সারাটা ক্ষণ তোমরা থাকো মুঠোফোনে ব্যস্ত।
আমার কথা ভাবার মতো সময় তোমার কই?
ক্ষেপে উঠো, একটু আমি করলে যে হইচই।
ভাল্লাগেনা আর!
সোমার সাথে খেলতে আমি হবো ঘরের বার।
রনি-বনি-সোমার সাথে খেলবো গোল্লাছুট,
দৌড়ে এসে তোমার আদর-সোহাগ করবো লুট!
বলবো হেসে দাও না খেতে ভাত,
খেয়ে-দেয়ে ঘুমিয়ে পড়বো
এক ঘুমে রাত হবে কুপোকাত।
আঁখি মেলে দেখবো চেয়ে সোনালি প্রভাত।
১৩/১১/২০২১ ইং