ওরে দুষ্টু! হতচ্ছাড়া!
কোথায় ছিলি বল?
তুই না থাকলে জানিস, আমার
চোখে ঝরে জল?
এ ঘর ও ঘর, খুঁজছি তোকে
সারা পাড়াময়,
না পেয়ে তোর হদিশ আমার
লাগছিল খুব ভয়!
কোথা থেকে এসে এখন
ধরিস আমার পা?
দেবো না আর তোকে খাবার
এখন দূরে যা!
যতই করিস মিউ মিউ
হবে না তো কাজ,
সহ্য আমার হয় না রে তোর
হম্বি-তম্বি রাজ!
অমনি মিনি লম্ফ দিয়ে
খুকুর কোলের 'পর,
উঠে করে মিউ মিউ
নেই কো কোন ডর।
এক নিমেষে জল হয়ে যায়
খুকুর অভিমান,
ভাগ করে খায় দুধমাখা ভাত
গেয়ে মিষ্টি গান।
০২/০২/২০২২ ইং