বাবা ব্যস্ত অফিস নিয়ে
ক্লাব নিয়ে তুমি,
সারাটা দিন আমায় দেখে
কাজের মেয়ে সুমি।
যখন দরকার তখন তোমায়
পাই না আমি কাছে!
বলো তো মা, আমার মতো
দুর্ভাগা কে আছে?
সুমির সাথে ইশকুলে যাই,
একা করি টিফিন,
মায়ের সাথে নাচতে নাচতে
ইশকুলে যায় বিপিন।
মায়ের হাতে খাবার খেয়ে
দাঁত কেলিয়ে হাসে,
আমার ভাগ্য ঝুলে গেছে
উচ্চ বিত্তের বাঁশে!
বাবা মারে, তুমিও মা
মারো সমান ভাবে,
আমি ম'লে তোমাদের ধন
বলো মা কে খাবে?
না যদি মা সময় দেবে
বাসবে না কো ভালো,
আমায় কেন দেখালে মা
এই পৃথিবীর আলো?
০৯/০৪/২০২৩ ইং