জাগ্রত বিবেক যার ছোবলে ছোবলে সে যে
চুপিসারে ক্লান্তিহীন ঢেলে যায় উদগ্র গরল
বিবেক বর্জিত তার শাণিত কৃপাণ
ভুজঙ্গ ধার্মিক যারা খিড়কির দোর দিয়ে তার
পায় রোজ প্রশংসার অমৃত প্রসাদ
অথচ সে সুকোমল সাধুদের শিরে মারে কোপ
সে কী জাগ্রত বিবেক
নাকি এক হুলধারী পোক
নিজের পচনশীল মস্তকের দুর্গন্ধ মগজ
নিত্য রচে বিষাক্ত পাচন
আপন অবশ বিবেকেরে রোজ রোজ করে প্রক্ষালন
মাকাল ফলের আবরণে ঢেকে দেয় যত ভষ্ম ছাই
তার মতো ক্ষতিকর বোলতা তো বসুধায় নাই
শক্তিরে কুর্নিশ করে দুর্বলেরে করে সে আঘাত
এ কেমন জাগ্রত বিবেক
ভণ্ডের চরণে সুখে করে প্রণিপাত
০৫/০৭/২০২৪ ইং