গভীর ধ্যানে মগ্ন আমি লক্ষ্য আমার চব্বিশ,
জনগণকে দিচ্ছি ঢেলে রৌদ্রে জ্বলা ভুল বিষ।
পটল তুলুক চাই না আমি, হোক না সবাই খোঁড়া,
বেঁচে থেকে ভিক্ষা করুক হয়ে বিষহীন ঢোড়া।
চৈত্র দাহে নেতিয়ে পড়া তরুলতার মত,
থাকুক সবাই আমার পায়ে হয়ে অবনত।
শিরদাঁড়াটা শক্ত হলে আসবে তেড়ে ফুঁড়ে,
পাখির মত ডানা মেলে যাবে দূরে উড়ে।
তার চেয়ে এই বেশ তো আছে চলছে পিছে পিছে,
বুঝাই ওদের কেন ভাবিস তোরা মিছে মিছে।
অধিক খেলে বদ হজম হয় পেটে করে জ্বালা,
অল্পাহারে থাকবি ভালো মার না পেটে তালা।
আঁধার রাতের মতই আমি করি আঁধার বপন,
আলোর বানে নইলে ওরা দেখবে সুখের স্বপন।
আঁধার নামার প্রথম সোপান বাড়ুক নিত্য ধর্ষণ!
আমজনতা ভীত হবে ক'রে ওসব দর্শন!!
আমি দাতা, আমি ধাতা আমিই সৃজি দৃশ্য,
লক্ষ্য পূরণ হলে করবো আমার এ দেশ নিঃস্ব।
বাধার প্রাচীর গুড়িয়ে দেবো হামানদিস্তা দিয়ে,
তোরা যাবি পরপারে বুক ভরা দুখ নিয়ে।
তোদের জন্য হবো না তো লক্ষ্যভ্রষ্ট আমি,
আমার কাছে তোদের চেয়ে ক্ষমতাটাই দামি।
১৭/০৪/২০২২ ইং