কী যে বোকা তুই!
তেল মারায় যে মহা ওস্তাদ
তাকে মারিস তেল?
তোর মাথা কি ছাইয়ের গাদা?
নাকি কাঁচা বেল!?
নাকি তোর ওই মাথাখানি
অনুর্বরা ভুঁই?
তেল দিতে তুই চাষ?
দিবি তাদের যাদের বুদ্ধি
সবার চেয়ে কম,
খুশির রাজ্যে ভাসিয়ে তাদের
পারবি হতে যম!
পাকা মাথার বুদ্ধির খেলায়
পারবি দিতে বাঁশ!
তেল দেয়া খুব পুণ্যের কাজ
পারলে দিতে ঠিক,
তোর শূন্য গোলা ভরবে সোনায়
হারাবি রে দিক!
ঠিকমতো তুই না পারলে তা
দেখবি উল্টো খেল!
ওরা সুযোগে তোর টাক মাথাতে
ভাঙবে কাঁচা বেল!
তখন ব্যথায় কাঁদবি উঁহু!
ডাকবে কোকিল কুহু কুহু!!
হাঁদারামের কষ্ট দেখে
হাসবে সবাই খুব!
পালাবার তুই পথ না পেয়ে
দিবি জলে ডুব!!
২০/০৩/২০২৩ ইং
আমার পরিচিত একজন কবি নিজের প্রচার এবং প্রসারের জন্য বিভিন্ন মানুষকে শুধু তেল মেরে যায়। এমন নগ্ন তেল মারে যা সহ্য করা দায়। তারই কারণে এই লেখার উৎপত্তি।