কাল যে ছিল দেশের রাজা মাথার মুকুট থির,
সে আজ লুটায় পথের ধুলায় ছিন্ন উচ্চ শির।
কাল যে তাকে পিতা বলে করতো নান্দী পাঠ,
আজ সে গালে জুতো মেরে মিলিয়েছে হাট।

কার হলো জয়? কার পরাজয়? কে জিতেছে দান?
কে কাঁদে ওই আস্তাকুঁড়ে? কে গায় সুখে গান?
হিসেব কিন্তু নয় বরাবর নয় সে কারো দাস,
কার হবে লাভ, কে খাবে ঘাস, কার বা পুচ্ছে বাঁশ!

কাল যা ছিল ভীষণ কালো আজ কেন ধবল?
কে বাজাচ্ছে বিষের বাঁশি? কে করছে রে ছল?
জলে নামে যে সে ভেজে অপরের কী দায়!
মাতাল যেমন বোঝে না সে কি জন্যে লাফায়!!

চতুর বণিক ভুল বুঝিয়ে বন্ধু চড়ায় শূলে,
অবুঝ বালক সবুজ মনে বিষ মেখে খায় ভুলে।
বিজ্ঞ জনেও তাল দিয়ে যায় না ভেবে অধিক,
ঘটবে যা সে সুবিচারক সময় করবে ঠিক।

যা হয়েছে সবাই জানে কী হবে কাল তার,
হিসেব কি কেউ বলতে পারে কে ধরবে কার ঘাড়?
উগ্রপন্থা, অনাচারের ফল যে ভালো নয়,
পূর্ব সূরির ভাগ্য দেখে শিখলে ভালো হয়।

বড়ো গাছে নৌকা বাঁধলে ছাড় দিতে হয় ঢের,
সুযোগ পেলেই হাড্ডি-মাংস খুবলে খাবে শের।
ঠাণ্ডা মাথায় কেউ না ভেবে ঝড়ে কুড়ায় বেল,
হরি লুটের প্রসাদ পেতে সবাই মারে তেল।

প্রতিশোধের আগুন জ্বলে আগের দ্বিগুন হারে,
বলছি তবু তোমরা ভালো কী চমৎকার! বাহ্ রে!!

২৬/০৮/২০২৪ ইং