যমদূতকে দুষলেও কিছু যায় আসে না তার
মর্ত্যলোকের মানুষের মতো তিনিও নির্বিকার
জাপান থেকে আমেরিকা
ভারত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগর
সর্বত্র বিবেকহীন, স্বার্থপর মানুষের বাস
কারো সর্বনাশে বগল বাজিয়ে ভাজতে থাকে গানের সুর
দুখি মানুষ দেখলে করে দুর দূর
সুখের সেতারে পড়ে যায় মহাটান
মাতলামির আবেশখানি ভেঙে হয় খান খান
তাহলে বলুন যমদূতের দায় কী
তার হাতে রয়েছে দাড়িপাল্লার ভার
কম-বেশি করার উপায় আছে তার
তাই তিনি ঝড়ের রূপকে চালায় হাতুড়ি-শাবল
মানুষ দ্বিপদী জীব
বোধ শূন্য নিরেট পাথর
অনুভূতিহীন পশুর দঙ্গল
জাহান্নামের চৌরাস্তায় পৌঁছে গেলেও চেষ্টা করে না মানুষ হতে
পরের ক্ষতির জন্য সুখে চাষ করে ওরা বাঁশ
সে বাঁশ ঢোকে আপন পুচ্ছে, ক'রে মরে হাঁসফাঁস
২৮/১১/২০২৩ ইং
প্রিয় কবি "মোহাম্মদ খায়রুল কাদির"কে কবিতাটি উৎসর্গ করলাম। বিগত ২৭/১১/২০২৩ ইং তারিখে লেখা তাঁর কবিতায় মন্তব্য করতে গিয়ে প্রথম দুটি চরণ লিখেছিলাম।
সে