আমার ছোট্ট খোকার এখন
বয়স সপ্তদশ,
সহজে সে কুকুর-বিড়াল
করতে পারে বশ।
এক কিলে সে মারতে পারে
গোটা দশেক বাগ,
না খেয়ে সে থাকতে পারে
যদি করে রাগ।
নিজের ইচ্ছায় করতে পারে
অনেক রকম কাজ,
আমি কিছু করতে বললেই
মাথায় পড়ে বাজ!
যদি বলি বাজারে যাও
আনতে পটল-শিম,
ভুল করে সে নিয়ে আসে
বাসন মাজা ভিম।
আসলে সে ভুল করে না
এটা একটা চাল,
না যেন আর বলি তাকে
আনতে চাল ও ডাল।
পড়ার চেয়ে মুঠোফোনে
সময় কাটে ঢের,
বলে কিনা "সারাদিনে
ফোন করিনি বের"।
উল্টো পথে চলতে সদাই
দারুণ মজা পায়,
ওর ভবিষ্যৎ ভেবে আমি
করি যে হায়! হায়!!
২১/০৪/২০২২ ইং