কন্যা নিয়ে কানাকানি বন্ধ করো ভাই,
কন্যা আমার, কন্যা তোমার কন্যা সুখের ঠাঁই।
চারিদিকে চেয়ে দেখো তার মতো কে আর,
পিতা-মাতার কথা ভাবে দিয়ে স্বার্থের ছাড়।
কন্যা নইলে কোথায় পাবে মা-ভগিনী-জায়া?,
কোথায় পাবে স্নেহ-প্রেমের এমন অতুল ছায়া?
কন্যাকে কেউ ভেবো নাকো ঘাড়ের মস্ত বোঝা,
নির্ভরতার এমন প্রতীক নয়কো পাওয়া সোজা।
বিয়ের পরে সকল মেয়ে শ্বশুর বাড়ি যায়,
বাবার আদর মায়ের সোহাগ সেথায় পেতে চায়।
বলতে পারি সকল কন্যা ভালোবাসা পাবি,
যদি তোরা মেনে চলিস আমার ছোট্ট দাবি--
বাবা-মায়ের মতো শ্রদ্ধার শ্বশুর-শ্বশ্রূর দিকে,
ভালোবাসর অমৃত রস না যদি হয় ফিকে।
এখন কন্যা, কালকে বধূ, পরশু হবি শ্বশ্রূ,
সঠিক কাজ না করলে ঝরবে শেষ জীবনে অশ্রু।
তোরাই পারিস সংসারটাকে করতে মধুময়,
তোদের স্নেহের ছায়ায় হবে মানবতার জয়।
তোরা আলো, ধৈর্যের প্রতীক, স্রষ্টার অপার দান,
তোরাই পারিস ধরায় সুখের সৃজিতে বাগান।

২৮/০৯/২০২৩ ইং

কলকাতা