কানা ছেলের নাম পদ্মলোচন ( রুবাই - ৭)
জগদীশ চন্দ্র মণ্ডল
এমন মানুষ অনেক আছে মুখে সাম্যবাদ,
অপর ধর্মের নিন্দা করে, নিজের ধর্ম চাঁদ।
মৌলবাদী জঙ্গি ভাইকে কোলে তুলে নেয়,
স্বদেশ প্রেমিক অন্যকে সে বলে রে মুরতাদ!
৩০/০৯/২০২৩ ইং
আঁধার পথের যাত্রী (রুবাই - ৮)
জগদীশ চন্দ্র মণ্ডল
অপর ধর্ম, দেশকে যারা করে না সম্মান,
আপন ধর্মের ঢাক পিটিয়ে বাড়াতে চায় মান,
তাদের কি আর মানুষ বলে আঁধার রাতের পেঁচা,
দিনের আলোয় চুপটি করে আয়েশে ঘুমান।
৩০/০৯/২০২৩ ইং