ক্ষুধার জ্বালায় কাতর, খাবার দিয়ে করলো হত্যা,
উড়ে গেল পরান পাখি লুপ্ত হলো সত্তা।
মানবতার কী দুর্ভিক্ষ! কী তামাশার রাজ!
এ কোন ন্যাংটো রাজার শিরে স্বর্ণ কিরীট তাজ?
মেধাবীদের এ যেন এক অত্যাচার্য আবিষ্কার!
নব্য স্বাধীনতার গলে সুখৈশ্বর্যের হীরক হার!!
ওদের গুরু বলবে হেসে ওটা ছিল পাগল!
মরে গিয়ে বাঁচিয়েছে খুলছে সুখের আগল!!
নিঠুর পীড়ন সয় না যাদের বলবে উঁহু! আহা!!
দেশপ্রেমিকের টললে হবে? ভাবুক লোকে যাহা!!
স্বাধীন দেশের মেধাবীরা করবে মনে যা চায়!
গুম-খুন-চুরি, ত্রাণ তসরুপ! কেউ করবে না হায়! হায়!!
ওদের সমর্থনে আছে বড়ো বড়ো দালাল!
বলবে আগে বেশিই হতো, এখন এসব হালাল!!
আমিও বলি একদম ঠিক চালাও কৃপাণ ছন্দে!
বলুক লোকে তস্কর, খুনি! কান দিয়ো না মন্দে!!
২০/০৯/২০২৪ ইং