পুতুল নাচের যাত্রাপালা দেখেছো কি তুমি?
সব পুতুলের চরণ দুটি ছুঁয়ে থাকে ভূমি।
সুতোর টানে পুতুল নাচে নেই যে নাচায় তিনি,
অদৃশ্য সেই শক্তি কোথায় আমরা কি তা চিনি?
জীবন নাট্যের পান্থশালায় এই সুতো যার হাতে,
নাচান তিনি ইচ্ছে মতো সবাই নাচি তাতে।
কারো নৃত্য সবার কাছে দৃষ্টিকটু লাগে,
কারো নৃত্য আনন্দ দেয় ভীষণ অনুরাগে।
ভালো করলে তার গুণোগান চর্চা করি নিত্য,
নষ্ট কর্মের পরচর্চায় নাচে সবার চিত্ত।
এমন কর্মের কুশীলব কে? কেউ কি আমরা ভাবি?
কার হাতে ওই ভালো-মন্দ সকল কর্মের চাবি?
আমরা শুধু কলের পুতুল দম যতক্ষণ আছে,
হাসি-কাঁদি, কর্ম করি তিনিই থাকেন পাছে।
সবকিছুতে অদৃশ্য সেই শক্তি করে খেলা,
অপরে দোষ দিয়ে আমরা ভাসাই সুখের ভেলা।
২৮/০৩/২০২৪ ইং