সমাজ এখন কালান্তক পরকীয়া জ্বরে নিমজ্জিত
লজ্জা-শরম চাপা পড়েছে সাইবেরিয়ার নিরেট বরফে
ষাটোর্ধ্ব যুবক গোধূলি রঙিন পোশাকে সজ্জিত
অধ্যাপকের উর্বশী বউয়ের সাথে অভিসার
নীতিবাক্যের প্রলাপ বকা মানুষ নিস্তব্ধ
ওদের কামান্ধ দৃষ্টিতে ব্লাক মাম্বার চোখ রাঙানি
নিলাজ চোখের চাহনিতে টুনটুনির নর্তন
ওদের সন্তানদের চিবুকে অমাবস্যার অরণ্য
আর ওদের অধরে নীরোর বাঁশির সুরেলা চুম্বন
ভুলে গেছে বয়স ও কলপ রাঙানো চুলের কথা
সাবালক ছেলে ও মেয়ের কথা
ধর্ম পত্নী ও স্বামীর কথা
ওরা বরণ করেছে কাকের অন্ধত্ব
অর্জন করেছে বাদুড়ের নৈশ দৃষ্টি
নগ্নাঙ্গে মেখেছে কুশিক্ষার কালি ঝুলি
তরুণ-তরুণীদের মানসপটে এঁকে দিয়েছে নগ্নতার উচ্চাকাঙ্ক্ষা
ওরা সৃষ্টি করেছে লালসার অগ্নিবলয়
পরকীয়াকে দিয়েছে শৈল্পিক লাবণ্য
এখন উচ্চবিত্ত নিম্নবিত্ত বলে কিছু নেই
নেই কাজের মেয়ে, কাজের ছেলের ফারাক
দল বেধে ছুটে চলেছে পরকীয়ার নৈমিষারণ্যে
পরকীয়া এখন কাঙ্খিত কৌলীন্য
সুখের আবির মেখে
ওরা বুক ফুলিয়ে দাঁড়ায় জনারণ্যে
১০/১২/২০২৩ ইং