ফেসবুক তোমায় দেবো ছুটি- তোমার মতো সুন্দরী,
দেখি না এই বিশ্বে আমি তাই তোমাকে ভয় করি।
রাত্রি-দিবস তোমায় নিয়ে মেতে থাকি আমি এই,
আমার মতো ছেলে-বুড়ো, রূপসীরা হারায় খেই।
ঘুমোতে যাই- তোমার হাসি দেখতে আমার মনটা চায়,
মুঠোফোনের পর্দা খুলে জেগে থাকি রাত্রি প্রায়।
তারপরে দিন পার করে দিই ঘুমের কোলে ঘুমিয়ে,
কাজ করি না দিন চলে যায় অশান্তি হয় এই নিয়ে।
আবার আঁখি খুললেই তুমি মিষ্টি হাসো নয়ন পর,
সব ভুলে যাই দায়িত্ব-জ্ঞান ধ্বংস ক'রে আপন ঘর।
কত মিনিট, কত ঘন্টা নিচ্ছো চুরি করে যে,
হিসেব কি আর রাখছি আমি, সব কেড়েছো তুমি হে!
কত নারীর ভেঙেছো ঘর স্বামীর চেয়ে হও আপন,
জায়া ভুলে পুরুষ করে তোমায় নিয়ে রাত যাপন।
তরুণ-যুবা-বিদ্যার্থীরা সবচে' বেশি তোমার ফ্যান,
বারণ করলে রাগ করে কয় দিয়ো না আর আমায় জ্ঞান।
উপকারী মুঠোফোনের পর্দা তোমার দখলে,
সুঁই চলে না মোনাই চালায় কিনে মোবাইল সকলে।
সবার কর্ম ঘন্টা তুমি নিচ্ছো চুরি করে রোজ,
তাই তোমাকে ছাড়বো ভেবে করি আমি পথের খোঁজ।
তোমার রূপের অশরীরী মোহমায়ার কারুকাজ,
দেয় ভুলিয়ে আপন স্বজন মাথায় ফেলে তড়িৎ বাজ।
তোমায় ভুলে থাকার জন্য যতই করি ভীষ্ম পণ,
দিন ফুরলে সব ভুলে যাই, ভোলে লক্ষ জনগণ।
কালা জাদু জানো নাকি ও রূপসী বলো সাঁই?
পঙ্গপালের মতো সবাই নিচ্ছে কেন তোমায় ঠাঁই?
২৩/০৩/২০২৪ ইং