গাঁজা খেয়ে গাজায় এখন চলছে মারামারি,
কেউ খেয়েছে ধূর্তের গাঁজা কেউ বেবোদের তাড়ি।
মরছে মানুষ অকাতরে জলের দরে রক্ত,
হচ্ছে বিক্রি, নির্বোধেরা যুদ্ধ জয়ের ভক্ত।
আমার ভূমি, তোমার ভূমি মরলে হবে কার?
এ তো দেখছি মরা, মারার কচি বাঁশের ঝাড়!
সমরাস্ত্রের বিক্রেতারা দিচ্ছে গোঁফে তাও,
অহংবোধের নির্বুদ্ধিতায় তোমরা মরছো ফাও।
যুগ যুগ ধরে দ্বন্দ্ব-সংঘাত, কার হয়েছে জিত?
মরছে মানুষ, কাঁপছে শুধু মানবতার ভিত।
চাইলে তুমি মরতেই পারো, আছে অধিকার,
নির্বিচারে নির্দোষ মারার কে দিয়েছে ভার?
লড়লে আরো হাজার বছর লড়তে পারো, বেশ--
উত্তর পুরুষ বইবে শুধু ধ্বংস যজ্ঞের রেশ।
২৮/১০/২০২৩ ইং