কবিতার বিষয় কি শুধু প্রেম?
শুধুই বিরহ?
নাকি আরো কিছু আছে?
এ তো ব্যক্তিগত জীবনের সুখ-দুখের পাঁচালি
চেয়ে দেখো কর্মক্লান্ত কৃষকের মুখে
শীত-বর্ষা-রোদে ফলায় ফসল
জোগায় সবার আহার
কে নেয় তাদের খবর?
অর্ধাহারে, অনাহারে কাটে দিন
ওদের জীবনে প্রেম? সে তো স্বপ্ন মলিন
লেখো ছিন্নমূল মানুষের কথা
রাষ্ট্রের উচ্ছিষ্ট ওরা
থাকে সড়কের পাশে, রেললাইনে, বস্তিতে
থাকে অনাদরে, অবহেলায়
অস্বাস্থ্যকর, অস্বস্তিকর পরিবেশে
ভোটের বাজারে বাড়ে দাম
ওদের কামাতে হয় শুধু বদনাম
লেখো সেই সব ধুরন্ধর, চাটুকার, রাজনীতিকের কথা
যারা বেঁচে দেয় দেশ
ছিঁড়ে খায় মানচিত্র
যেভাবে শার্দূল ছিঁড়ে খায় হরিণ শাবক
কিংবা ধর্ষক উল্লাসে লুটে নেয় নারীর সম্ভ্রম
চেয়ে দেখো উদাস বাউল
একতারা হাতে গেয়ে যায় গান
নির্মোহ জীবন ওদের, নেই পিছুটান
লেখো শিশুদের কথা
যারা সব দেশের আগামী সকাল
ওরা ভোরের শিশির হাসি, ফুলের সৌরভ
ওরাই ছিনিয়ে আনবে দেশের গৌরব
ক্ষুধার জ্বালায় কত শিশু কাজ করে রোজ
কে রাখে বলো তো ওই শিশুদের খোঁজ?
তারপর আসুক না হয় প্রকৃতি ও প্রেম
জীবনের হেম
লিখে যাও স্বর্গীয় প্রেমের কথা
প্রেম! সে তো শাশ্বত অনন্ত সুধা
সূর্যের হাসি প্রেম, ভোরের নবীন আলো
ঘুচায় আঁধার ঘরের নিকষ কালো
মরা গাঙে জোয়ারের মতো
প্রেমের ছোঁয়ায়
অসাড় জীবনে আসে পাহাড়ের ঢল
আনন্দ লহরী ওঠে, হয় গতি চঞ্চল
এছাড়া রয়েছে আরো অনেক বিষয়
মনের গহীনে ফেলে ছাপ
ছড়ায় উত্তাপ
লিখে যাও তাও--
১৭/১১/২০২১ ইং
এই কবিতায় "লেখো" শব্দটি দ্বারা অন্য কাউকে নির্দেশ করে না। আসলে নিজের অন্তরকে নির্দেশ করা। অন্য কারো জন্য এটা আমার পরামর্শ নয়। কেউ দয়া করে ভুল বুঝবেন না। সকল কবি বন্ধুদের সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।