কবিতার বই পঞ্চাশ খানা
ভাবি- আমি বড়ো কবি,
ছন্দ জানি না মাত্রা জানি না
আঁকি রোজ প্রেম ছবি।
ভক্তরা করে আহা! উহু! দেয়
সুখের খিচুড়ি ঠেলা!
আমি ফুলে ঢোল, হাতে নিয়ে খোল
নেচে নেচে করি খেলা।
কবিতা নয় তো গল্প গ্রন্থ,
নয় প্রবন্ধ ভাই,
উপন্যাসের সাথে কবিতার
কোন প্রীতি ভাব নাই।
কবিতা নিজের স্বাতন্ত্র নিয়ে
মহিমায় উজ্জ্বল,
ছন্দ-মাত্রা না জেনে তাকেই
করে তুলি আমি খল!
যুগ যুগ ধ'রে গদ্যে-পদ্যে
রয়েছে প্রভেদ খুব,
অথচ না বুঝে খিচুড়ি পাকিয়ে
দেই আমি সুখে ডুব।
গদ্য কবিতা নয় তো গদ্য
তারও আছে নিজ গতি,
লিখতে পারলে গদ্য কবিতা
সুখ দেয় ভারি অতি!
কবিতার ভাব, ভাষা ও ছন্দ
কবিতার বিভূষণ,
ওরা প্রভাতের দূর্বায় জ্বলা
শিশির বিচ্ছুরণ!
১১/০৪/২০২৩ ইং
বিঃ দ্রঃ অনেকেই ছন্দ-মাত্রা না জেনেই পদ্য কবিতা লেখে এবং কবিতার বই প্রকাশ করে! বন্ধু ভেবে ভুল ধরিয়ে দিলে উল্টো ক্ষোভ প্রকাশ করে! এমন দু'একজনের উদ্দেশ্যে এই লেখা! সবাইকে কষ্ট দেওয়া বা অপমান করার ইচ্ছা আমার নেই! আমার এই লেখা কাউকে কষ্ট দিয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত।