একটি কবিতা পড়ে কেউ বলে, "ভালো",
কেউ বলে "কী সুন্দর"! জীবনের আলো!!
"চমৎকার"! বলে কেউ অনুভূতি তার
প্রকাশ করেন। কারো বেদনার ভার
কবিতায় প্রস্ফুটিত। প'ড়ে তার মনে
অপার মুগ্ধতা জাগে! বসে নিরজনে,
প্রশংসায় বলে যান, "কী অসাধারণ"!
আমার মনের ব্যথা বুঝিলে কখন?
লিখে যাও কবি তুমি মানুষের কথা।
অপূর্ব! অপূর্ব! বলে কেউ নীরবতা
ভেঙে কবির হৃদয়ে তোলে শিহরণ!
কবিকে সানন্দে বলে মানিক রতন।
সমাজের দুষ্টু ক্ষত, যত অশ্রুপাত,
কবির হৃদয়ে হানে সূর্য করাঘাত।
সেই অভিঘাতে সৃষ্টি কবিতার সুর,
যার হৃদে ছুঁয়ে যায় সে ভাবে মধুর।
অপরের কাছে থাকে অতি সাধারণ,
কবিতা লিখেন কবি নিজের মতন।
১৭/১১/২০২৩ ইং