কবিরা কি নিজের কথাই লেখে?
দেখে না কি অন্য কারো রাগ, মান-অভিমান?
দেখে না কি অন্য কারো কষ্টের বাগান?
সিংহল সাগর থেকে ওই হিমালয়
সবখানে কবিদের চোখ
দেখে কারো বুকে চলা ভালবাসা নদী
চুপিসারে দেখে কারো বুকে জমা বেদনার জমাট বরফ
দেখে উথাল-পাথাল স্নেহ-প্রেমের জোয়ার
সেই চোখে চেয়ে দেখে স্বার্থের, হিংসার নোখ
সুমনার বুক জুড়ে ব্যথার পাহাড়
উসকো-খুসখো চুল
ডালিম ফুলের মতো রাঙা রাঙা বেদনার আঁখি
উৎভ্রান্ত চোখের পাতায় ভারি অসহ্য ক্লান্তির চুম
কোন এক রাশেদের প্রতারণা ফাঁদ
নিঃশেষ করেছে তাকে
কচি হৃদে হানা দিয়ে কেড়ে নিয়ে মন
পালিয়ে গিয়েছে দূরে মানিক রতন
শুধু মন কাড়েনি কো
কৌশলে কেড়েছে তার যত্ন লব্ধ ধন
এতিম সুমনাকে সে করেছে নির্ধন
এমনি হাজার হাজার রাশেদ সমাজের গায়
ভ্রমরের মতো শুধু হুল-ই ফোটায়
তাদের বিরুদ্ধে কবি
গর্জে ওঠে কৃপাণ কলম
শাসকের পদতলে নোয়ায় না মাথা
আপনার কথা নয়, কবি ভাবে সকলের কথা
অপরের জন্য কাঁদে-হাসে বারমাস
কবির হৃদয়ে থাকে সবার আবাস
০৪/০৩/২০২৩ ইং