তোষামুদি করে সুখে আছো তুমি কে বলে তোমায় কবি?
অনুভূতিহীন গণ্ডার নাকি? নাকি দেয়ালের ছবি?
বগটুই পোড়ে, পাও না কি নাকে চামড়া পোড়ার গন্ধ!?
কার আঁচলের নিচে শুয়ে তুমি সেজে আছো বলো অন্ধ?
কার নির্দেশে কার প্রেরণায় পালিত কুকুর শাবক,
ঘুমে অচেতন মানুষের ঘরে জ্বালায় নিঠুর পাবক!
চৌদ্দটি প্রাণ পুড়ে হলো খাক শ্বাপদের রোষানলে,
বলো তো হে কবি তুমি চুপ রবে কার স্বার্থের ছলে?
বিদ্রোহী কবি কাজী নজরুল ছিল স্রষ্টার দান,
লেখনির দ্বারা ব্রিটিশের ভালে ছুঁড়েছে বজ্রবাণ।
খোঁজেনি নিজের সুখ ও শান্তি কৃপাণে দিয়েছে শান,
স্বদেশ প্রেমিক, মানবতাবাদি তাই তিনি মহিয়ান।
তার উত্তরসূরী হয়ে কেন শাসকের পদতলে
নিচু করে শির আশ্রয় খোঁজো হীন স্বার্থের ছলে?
প্রতিবাদ যদি না করো তোমরা মসির কৃপাণ হাতে,
এমনি করেই মরবে মানুষ দিবালোকে কিবা রাতে।
কবির কলমে বারুদ ঝরুক, ছড়াক তেজস্ক্রিয়,
যার লেলিহান শিখায় জ্বলবে শাসকের গদি, প্রিয়।
আত্মস্বার্থে কবি যদি গায় শাসকের গুণগান,
ওদের মুখোশ খুলবে কে আছে এমন শক্তিমান?
দাবানল হয়ে জ্বলে ওঠো কবি কলমে দেখাও তেজ,
পালিত শাবক, দস্যুর দল পালাবে গুটিয়ে লেজ।
দেশ রক্ষায়, ধর্ষণ, খুন রোধে হও সচেতন,
তবেই শান্তি আসবে হয়তো বেঁচে যাবে জনগণ।
২৮/০৩/২০২২ ইং
বগটুই একটা জায়গার নাম। সেখানে রাতের আঁধারে ক্ষমতাবানদের ছত্রছায়ায় একদল দুষ্কৃতী ঘুমন্ত মানুষের ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে চৌদ্দজন নিরীহ সাধারণ মানুষ। তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি।