ওরে শমন!! তোর আসরে যাবার সময় কই?
চারিদিকে আনন্দময় কত না হইচই!
সময় হলে আসবি চুপিসারে,
নিয়ে যাবি শ্মশান ঘাটে কিংবা পরপারে।
তার আগে ক্যান করিস জ্বালাতন?
হর-হামেশা ঘাড়ে চেপে ঘুরাস রে বন বন!!
পরের ধনে পোদ্দারিটা করে যারা রোজ,
কর না তাদের খোঁজ!
আমায় নিয়ে কেন টানাটানি?
আমি ক্লান্ত! এ সংসারের টেনে শক্ত ঘানি।
নষ্ট লোকে ছেয়েছে সমাজ!
পারলে তাদের নষ্টবুদ্ধির মাথায় ফেল না বাজ!!
ভোটের পর্ব এলেই যত নেতাদের লাফ-ঝাঁপ,
জনগণের হাতে ধরে পায়ে ধরে
চায় যতনে মাপ।
ভোট ফুরোলেই হাওয়া--
তাদের বড়ো দেমাক বাড়ে
যায় না কাছে যাওয়া।
সারা বছর চুরি ক'রে যারা ধনী লোক,
তারাই নির্বাচনে জিতে বাড়ায় চুরির ঝোঁক।
পারলে ওদের ধর!
আমার অনেক কাজ আছে রে-- আমার থেকে সর।
একেই তো এ মাথার উপর হাজার বোঝার চাপ,
অসুখ-বিসুখ দিয়ে কেন ছড়াস রুদ্রতাপ?
নিতে চাইলে নিয়ে যাবি- জ্বালাস কেন বল?
ভাল্লাগেনা নিত্য তোর এ রঙ বাহারি ছল!!
০৫/০৪/২০২৪ ইং